Future Plan

Future Plan

প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা\r\n\r\n১। সকল শিক্ষার্থীকে ICT বিষয়ে দক্ষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।\r\n\r\n২। প্রতিটি শ্রেণী কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবস্থা কর।\r\n\r\n৩। প্রতিমাসে আন্ত:বিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা।\r\n\r\n৪। জাতীয় দিবসগুলোতে শিক্ষার্থীদের অধিক অংশগ্রহন নিশ্চিত করা। যাতে শিক্ষার্থীরা জাতীয় দিবসগুলোর তাৎপর্য অনুধাবন করতে পারে।\r\n\r\n৫। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাশের ব্যবস্থা করা।\r\n\r\n৬। শিক্ষার্থীদের অধিকতর দক্ষ করে গড়ে তোলার জন্য ইন-হাউজ প্রশিক্ষনের আয়োজন করা।\r\n\r\n৭। বিদ্যালয়ের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে বিদ্যালয়কে সবুজ ক্যাম্পাসে পরিনত করা।\r\n\r\n৮। শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবকদের সাথে প্রতিমাসে একবার মতবিনিময় সভার আয়োজন করা।\r\n\r\n৯। শিক্ষার্থীদের মানষিক বিকাশ ঘটানোর জন্য শিক্ষা সফরের আয়োজন করা।\r\n\r\n১০। প্রতিটি শ্রেণী কক্ষ সাউন্ড সিস্টেমের আওতায় নিয়ে আসা।\r\n\r\n১১। ভাল ফলাফল ও মানবিক গুনাবলী সম্পন্ন শিক্ষার্থী তৈরী করে দেশের মধ্যে একটি খ্যাতি সম্পন্ন বিদ্যালয়ে পরিনত করতে চাই।